kolkata

Mar 01 2023, 16:39

*ব্রেকিং* দমদম নাগেরবাজার এর ডায়মন্ড সিটি আবাসনের ষোল তলায় অগ্নিকাণ্ডের ঘটনা

দমদম নাগেরবাজার এর ডায়মন্ড সিটি আবাসনের ষোল তলায় অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনের তীব্রতা ভয়াবহ, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলে ছুটি ইঞ্জিন ও দমদম থানার পুলিশ, অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী আবাসনের আবাসিকদের সরিয়ে নিয়েছে দমকলের আধিকারিকেরা, কি কারনে আগুন তা খতিয়ে দেখছে দমকল।

kolkata

Mar 01 2023, 16:18

হুক্কা বার চালু রাখা নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে উপর কোন স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ


কলকাতা: হুক্কা বার চালু রাখা নিয়ে কলকাতা হাইকের্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে উপর কোনো স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা ও বিধান নগরে হুক্কা বার বন্ধের পুরসভার সিদ্ধান্ত হাতিয়ার করে পুলিশের বার বন্ধ করার পদক্ষেপ ধাক্কা খেল ডিভিশন বেঞ্চে। সম্প্রতি কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় 'হুক্কাবার' বন্ধ করতে নির্দেশিকা জারি করে পুলিশ।

সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নামে রেস্তোরা সংগঠন। সেই মামলায় কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকা খারিজ করে দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। আদালতের পর্যবেক্ষণ ছিল, ''হুক্কা' শুধু একটি ধূমপানের অঙ্গ।

কেন্দ্রীয় আইনে হুক্কাবার চালানোর সুবিধা দেওয়া আছে। সেক্ষেত্রে কলকাতা পুরসভা বা বিধাননগর পুরসভার কোন অধিকার নেই হুক্কাবার বন্ধ করার। এর পরও যদি হুক্কা বার বন্ধ করতে হয়, তবে রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। যতক্ষন না পর্যন্ত রাজ্য এনিয়ে নতুন কোনও আইন আনছে, তার আগে পর্যন্ত হুক্কাবারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। তবে আদালত এও জানিয়েছিল, ওই সব হুক্কা বারে যদি বেআইনি কার্যকলাপ হয়, সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারবে পুলিশ।

kolkata

Mar 01 2023, 12:32

জেলা শাসক সরকারি নির্দেশ মানছে না,হাইকোর্টের দ্বারস্থ চাকুরীজীবিদের একাংশ


কলকাতা: নবান্নের নির্দেশ মানছেন না জেলাশাসক। সরকার চাকরি দিলেও মানতে নারাজ জেলাশাসক। হাইকোর্টের দ্বারস্থ চাকুরীজীবিদের একাংশ।

বাংলার সহায়তা কেন্দ্রের ৮চাকরিজীবী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ ২০২০ সালে বাংলার সহায়তা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার বলে ছিল কর্মরত অবস্থায় ৬০ বছর পর্যন্ত কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। কিন্তু জেলাশাসক চাকরি থেকে বরখাস্ত করেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন।

গত ১৮ই সেপ্টেম্বর ২০২২ সালে বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন মালদা জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। ২৩শে নভেম্বর ২০২২সালে জেলা শাসক জানায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোন এক্তিয়ার নেই। অথচ বিষয়টিকে নবান্নের সাথে আলোচনা না করেই জেলাশাসক জানিয়েছেন যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তারা ১৬ই অক্টোবর ২০২০ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের নিয়োগ করা হয়নি। অথচ তাদের নিয়োগপত্রে ১৬ই অক্টোবর ২০২০ এর বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হয়েছে বলেই উল্লেখ করা রয়েছে।

২৪শে জানুয়ারি ২০২৩ সালে বিচারপতি শম্পা সরকার মালদা জেলাশাসকের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য সচিবের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন। এ বিষয়ে কোনো রিপোর্ট তারা আদালতে জমা দেননি। এরপর বিচারপতি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সেক্রেটারি কে নির্দেশ দেন রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিজীবীরা তারা এ সুযোগ পাবে না কেন।

এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারী প্রসেনজিৎ মল্লিকসহ ৮জনের পক্ষের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান রাজ্য সরকারের এক দপ্তরের সিদ্ধান্ত আর এক দপ্তর মানতে চাইছেন না । শুধু তাই নয়, মালদা জেলাশাসক যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নেই বলে লিখিতভাবে স্বীকার করেছেন। অথচ মামলাকারীদের নিয়োগ বাতিল করেছেন স্বয়ং জেলা শাসক নিজেই। রাজ্য সরকারের যেখানে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ করেছেন সেই নিয়োগের বৈধতা নিয়ে জেলাশাসক প্রশ্ন তুলছেন।রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কোন হস্তক্ষে করতে পারেন না জেলা শাসক। একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের মুখ্য সচিবের। সুতরাং জেলা শাসকের এই সিদ্ধান্ত আইনত অবৈধ।

বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন অবিলম্বে এই ৮ জন চাকরিজীবীর বরখাস্ত জেলাশাসক করেছেন, সে বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে তাদের পুনরায় নিয়োগ করতে হবে।

kolkata

Mar 01 2023, 12:27

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর গাড়ীতে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের


কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কি কি তদন্ত করেছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে রাজ্য। পাশাপাশি, মামলার কেস ডায়েরি আনতে হবে রাজ্যকে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।পরবর্তী শুনানি ৩ মার্চ।

kolkata

Mar 01 2023, 10:42

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু এক পুলিশ কর্মীর

L

বাঁকুড়াঃ ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃতের নাম উজ্জ্বল মাহাতো (৩৭)। মঙ্গলবার রাতে বাঁকুড়ার ছাতনা থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ৬০এ জাতীয় সড়কের ঘটনা।সূত্রের খবর, পুরুলিয়ার ন'পাড়ার বাসিন্দা, পুলিশের আর.আই অফিসে কর্মরত উজ্জ্বল মাহাতো নামে ওই পুলিশ কর্মী এদিন রাতে ডিউটি শেষে মোটর বাইকে চেপে নিজের বাঁকুড়া শহরের বাড়িতে ফিরছিলেন।

পরে রাতেই ছাতনার নিশ্চিন্তপুর সংলগ্ন ৬০ এ জাতীয় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ছাতনা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পথ দূর্ঘটনাতেই পুলিশ কর্মীর মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

kolkata

Mar 01 2023, 10:41

লরিতে অগ্নিকাণ্ড


বাঁকুড়াঃ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। মঙ্গলবার গভীর রাতে বাঁকুড়া সদর থানা এলাকার ধলডাঙ্গা মোড়ের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন দাও দাও করে জ্বলতে থাকে।

স্থানীয়রাই বিষয়টি বাঁকুড়া সদর থানায় ও দমকলে জানান। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, যদিও তার আগেই ঐ লরির সিংহভাগ অংশ পুড়ে যায় বলে জানা গেছে।

এই ঘটনায় হতাহতের কোন খবর নেই, তবে ঠিক কি কারণে আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই।

kolkata

Feb 28 2023, 19:32

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 28.02.2022


Barabani MLA Bidhan Upadhyay visited Panuria Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local temple, followed by his interaction with the locals hearing their needs and concerns. Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members at Paschim Bardhaman.

kolkata

Feb 28 2023, 15:43

নব মহাকরণ ভবনে হাইকোর্টের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন


কলকাতা: বুধবার নব মহাকরণ ভবনে কলকাতা হাইকোর্টের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করবেন। হাইকোর্টের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ সব বিচারপতি ও আধিকারিকেরা।

kolkata

Feb 28 2023, 14:44

ঊরষ উপলক্ষ্যে সম্প্রীতির মেলা খুষ্টিগিরীতে


বীরভূম: বীরভূমের পারুই থানার খুষ্টিগিরী গ্রামে বিরাজমান সৈয়দ শাহ আবদুল্লাহ কেরমানী (রহঃ)।উনার ঊরষ মোবারক ঘিরে জমজমাট এক সম্প্রীতিময় মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর ১১ ই ফাল্গুন। জেলার উজ্জ্বল সম্প্রীতি ক্ষেত্র খুষ্টিগিরী দরগাহ শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এর এবছর ৪৭৬ তম ঊরষ মোবারকের শুভ উদ্বোধন হয় গত ২৪ শে ফেব্রুয়ারি। এদিন শুভ্র নিশান উত্তোলন করা হয় বিশ্বশান্তি কামনায়।


জানা যায় সুফি সাধকের জন্ম ৮৫৪ বঙ্গাব্দে। তিনি আজমীর শরিফে সুপ্রসিদ্ধ পীর সুফি খাজা মইনুদ্দিন চিশতি(রহঃ)র মুরিদ ছিলেন। সুফি মতাদর্শ প্রচারে বীরভূমের তৎকালীন সেনভূম পরগনার গভীর জঙ্গলে উপনীত হন এবং গুরুর নির্দেশ অনুযায়ী সেখানে আশ্রম গড়েন। সুফি সাধকের বহু অলৌকিক ঘটনার কথা এলাকায় জন মানুষের মধ্যে শোনা যায়। ৯৪৩ বঙ্গাব্দের ১১ ই ফাল্গুন তিনি পরলোক গমন করেন। সেই স্মরণে প্রতি বছর ১১ থেকে ১৫ ই ফাল্গুন তাঁর  পবিত্র সমাধি প্রাঙ্গনে তথা মাজার শরীফে বার্ষিক স্মৃতি উৎসব ঊরষ মহাসমারোহে অনুষ্ঠিত হয়।অনুরূপ এবছর ও ১১ ই ফাল্গুন তথা ২৪ শে ফেব্রুয়ারি শুভারম্ভ হয়ে ২৮ শে ফেব্রুয়ারি সমাপ্ত হয়।ঊরষ হচ্ছে মিলন বা আনন্দ উৎসব। কোন মহামানবের তিরোধান দুঃখের নয়, বরং আনন্দের।

কেননা ইহ জগত ত্যাগ করে তাঁরা পরম শান্তি লাভ করেন। সেই ঊরষ উপলক্ষে পাঁচ দিন জুড়ে চলে মেলা সহ বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা।উক্ত ঊরষ মোবারকের কর্মসূচি সহ বিস্তারিত ব্যখ্যা করেন খুষ্টিগিরী দরগাহ শরীফ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাজ্জাদানশীন সৈয়দ শাহ মহম্মদ হাফিজুর রহমান।

kolkata

Feb 28 2023, 13:48

বিষ্ণুপুরের এক গণ ধর্ষনের ঘটনায় পুলিশি তদন্তে বিরক্ত কলকাতা হাইকোর্ট


কলকাতা: ডায়মন্ডহারবারের বিষ্ণুপুরের এক গণ ধর্ষনের ঘটনায় পুলিশি তদন্তে বিরক্ত কলকাতা হাইকোর্ট। পরিবারের অভিযোগ জানানোর ১০ দিন পরেও কেনো নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি? সেই প্রশ্ন তুলে এদিনের মধ্যেই তা নেওয়ার ব্যাবস্থা করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর নির্দেশ, এদিন থেকেই সিআরপিএফ বা সিআইএসএফ নির্যাতিতা ও পরিবারের নিরাপত্তার ব্যাবস্থা করবে। বিচারপতি বলেন, পুলিশের এমন ক্যাজুয়াল ব্যাবহার দেখে ব্যথিত আদালত।

ডায়মন্ড হারবার এসপিকে অবিলম্বে গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। তাঁকে জানাতে হবে বিষ্ণুপুর থানা ও বাঁখরা হাট আউট পোস্টের ভূমিকা কী ছিল তা নিয়েও। মহিলা পুলিশ ছিল কি না, কেনো এফআইআর করতে দেরি, সব তথ্য খতিয়ে দেখে রিপোর্ট দেবেন তিনি। 

সিআরপিএফ আগামী তিন সপ্তাহ তার নিরাপত্তা দেবে, কারণ মামলা তুলে নেওয়ার জন্য মহিলাকে হুমকি এদিনও দেওয়া হয়েছে বলে জানান বিচারপতি। তাঁর নির্দেশ, আগামী শুনানির আগেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অভিযোগে গণ ধর্ষনের ধারা যুক্ত করতে হবে। বিচারপতি বলেন, ১৭ ফেব্রুয়ারির ঘটনায় কেনো ঘটনার দিনেই এফআইআর হয়নি? পুলিশ জানায়, লেডি কনস্টেবল ছিল না বাঁকরাহাটে। তাই এফআইআর নিতে দেরি।